আমীরে জামায়াত

2022-03-19

জামায়াতে ইসলামী নাটোর জেলার রুকন সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে আমীরে জামায়াত

আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে

-ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, “বিশ্ববাসীর রহমত স্বরূপ মহান আল্লাহ আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ (সাঃ) কে দুনিয়ায় প্রেরণ করেছেন। তিনি তাঁর জন্মস্থানকে খুব ভালোবাসতেন। আমাদেরকেও প্রিয় জন্মভূমি বাংলাদেশকে ভালোবাসতে হবে এবং এদেশের প্রতিটি মানুষকে এক আল্লাহর পথে আসার জন্য আহ্বান জানাতে হবে। হযরত ইব্রাহিম (আঃ) যেমন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে কাফের মুশরিকদের কাছে মাথা নত না করে আগুনে ঝাঁপ দিয়েছিলেন এবং আল্লাহর জন্যই তাঁর প্রিয় সন্তানকে কোরবানি করতে কোনো দ্বিধাবোধ করেননি, তেমনি আমাদেরকেও শত বাধা-বিপত্তি এবং কঠিন পরিস্থিতিতেও ইসলামের উপর অবিচল থাকতে হবে। আমরা সদস্য (রুকন) হিসেবে শপথ নিয়েছিলাম আমাদের জানমাল আল্লাহর রাহে কুরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে জান্নাতে যাওয়ার জন্য। রুকনিয়াতের শপথের মাধ্যমে দুনিয়াবি কোনো চাওয়া-পাওয়া আমাদের উদ্দেশ্য ছিল না। সেজন্য বর্তমানে আমাদের বারবার চিন্তা করতে হবে আমরা শপথের পূর্ণ হক আদায় করতে পারছি কিনা কিংবা আমাদের দ্বারা শপথ ভঙ্গ হচ্ছে কিনা?”

আমীরে জামায়াত এজন্য সংগঠনের রুকনদেরকে নিম্নোক্ত পরামর্শ প্রদান করেন।

১। আল্লাহর দেয়া ফরজ বিধানগুলো যথাযথ ভাবে পালন করা।
২। প্রতিটি হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখা।
৩। ভয়-ভীতির পরোয়া না করে দ্বীন প্রতিষ্ঠার কাজ করা।
৪। ভয় এবং বিনয়ের সাথে ইবাদত করা এবং আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করা।
৫। আল্লাহর সৃষ্টি সকল মানুষকে সম্মান করতে হবে। সবাইকে ভালোবাসতে হবে এবং মানবতার কল্যাণে সবসময় কাজ করতে হবে।
৬। রাজনৈতিক মত-পার্থক্য আছে এমন ব্যক্তিদের সাথেও সম্মানজনক ব্যবহার করতে হবে।
৭। নিজ পরিবারের সদস্যদের তথা স্ত্রী-সন্তানদের শুধু দুনিয়াবি শিক্ষা নয় বরং ইসলামি আদর্শ এবং চরিত্র গঠনের শিক্ষা দিতে হবে।
৮। আল্লাহর রঙে নিজেদের রাঙাতে পারলেই এদেশে একদিন ইসলামের পতাকা উড়বে, ইনশাআল্লাহ।

তিনি ১৯ মার্চ শনিবার ভার্চুয়াল প্লাটফর্মে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলার রুকন সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে এ সব কথা বলেন। নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমানের পরিচালনায় এ সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাদ্দিস আবদুল খালেক এবং নাটোর জেলা নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী প্রমুখ।