আমীরে জামায়াত

2022-02-20

ইসলাম, ইসলামী শিক্ষা ও ইসলামী তাহজীব-তামাদ্দুন আজ সর্বগ্রাসী ষড়যন্ত্রের কবলে

-ডা. শফিকুর রহমান

ইসলাম, ইসলামী শিক্ষা ও ইসলামী তাহজীব-তামাদ্দুন আজ সর্বগ্রাসী ষড়যন্ত্রের কবলে। একদিকে বই মেলায় ইসলামী বই প্রদর্শন ও বিক্রি অলিখিত ঘোষণার মাধ্যমে বন্ধ করে দেওয়া হচ্ছে। অন্যদিকে যুব সমাজকে মদ, মাদকতা ও বিকৃত কর্মকাণ্ডের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

যুব সমাজ এবং জাতিকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাওয়ার জন্য মদ পানকে ব্যাপক বৈধতা দিয়ে অলিতে-গলিতে মদের পরসা বসানোর আয়োজন চলছে।

অন্যায্য এই ঘৃণিত পদক্ষেপ সম্মিলিত প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যমে ঠেকিয়ে দিতে হবে। সকল ভেদাভেদ ভুলে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা ও মুসলিম জাতিসত্তা টিকিয়ে রাখার এই লড়াইয়ে আপনি, আমি সকলে সমবেত হই।

মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।।

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক