আমীরে জামায়াত

2022-01-12

মহান আল্লাহর পক্ষ থেকে যৌবন এক বিশাল নিয়ামত

-ডা. শফিকুর রহমান

তরুনদের নিয়েই আমাদের লুকিয়ে থাকা স্বপ্নগুলো। দেশে-দেশে, যুগে-যুগে যত পরিবর্তন হয়েছে, তা যুবকদের কাঁধে ভর করেই। সে যুবকদের ক্বালব যদি মহান আল্লাহর ভয়ে পরিপূর্ণ হয়, তাহলে হয়ে উঠে অপ্রতিরোধ্য।

মহান আল্লাহর পক্ষ থেকে যৌবন এক বিশাল নিয়ামত। জাতির স্বপ্ন পূরণে যুবকরা হয়ে উঠুক আল্লাহ তা'য়ালার শুকর গুজার বান্দা। জ্বলে উঠুক ঈমানের শক্তিতে। আছি তোমাদের পাশে, তোমাদের সাথে। আমাদের সবটুকু ভালোবাসা ওগো প্রভু শুধুই তোমার জন্য।

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক