আমীরে জামায়াত

2022-01-09

আসুন, এমন লোভনীয় কাজে মহান মাওলার সন্তুষ্টির দিকে এগিয়ে যাই...

-ডা. শফিকুর রহমান

ইয়াদ ইবনে হিমার রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, “তিন ধরনের লোক জান্নাতি হবে— (১) ন্যায়পরায়ণ শাসক যাকে (জনগণের কল্যাণ সাধন করার) তাওফিক দান করা হয়েছে। (২) দয়াদ্র হৃদয় ও রহম দিল ব্যক্তি, যার অন্তর প্রত্যেক স্বজন ও মুসলিম ভাইয়ের প্রতি অতিশয় কোমল ও নরম এবং (৩) এমন ব্যক্তি, যার পরিবারের সদস্য সংখ্যা অনেক এবং সে দরিদ্র তবুও নিজেকে হারাম উপার্জন ও ভিক্ষাবৃত্তি থেকে বাঁচিয়ে রাখে।” (সহীহ মুসলিমঃ ২৮৬৫)

আসুন, এমন লোভনীয় কাজে মহান মাওলার সন্তুষ্টির দিকে এগিয়ে যাই। আল্লাহ তা’য়ালা আমাদেরকে তাওফিক দান করুন। আমীন।।

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক