আমীরে জামায়াত

2021-10-25

ত্রিপুরায় মসজিদ ও মুসলিমদের বাড়িতে নারকীয় হামলার তীব্র নিন্দা...

-ডা. শফিকুর রহমান

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে। গত ২০ অক্টোবর রাজ্যজুড়ে চলা এই হামলায় অন্তত ৬টি মসজিদ এবং এক ডজনেরও বেশি মুসলিম বাড়িঘর-দোকানপাট ভাঙচুর করা হয়েছে। জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম মাকতুব মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের তেলেঙ্গানা রাজ্যভিত্তিক দৈনিক দ্য সিয়াসাত ডেইলি।

শুধু মুসলমান নয় কোন সম্প্রদায়ের ওপরই এ ধরনের হামলা কাম্য নয়। সাম্প্রদায়িকতা সম্পূর্ণ অন্যায় ও মানবতাবিরোধী অপরাধ বলে আমরা মনে করি। নিঃসন্দেহে এটি একটি জঘন্য নিন্দনীয় অপরাধ। যুগ -যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করা মুসলিম জনতার ওপর পরিকল্পিত এই হামলা খুবই অমানবিক ও অগ্রহণযোগ্য।

আমরা বাংলাদেশেও যেমন এই সব সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়েছি ঠিক তেমনি এই হামলারও নিন্দা জানাই। আশা করি সেখানকার প্রশাসন এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিয়ে হামলা বন্ধে ব্যবস্থা নিবেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া নিশ্চিত করবেন।

Condemning the recent attacks on Mosques and Muslim’s houses in Tripura of India

Severe attack was made against the Muslim community in the Northeastern Indian province Tripura. Widespread attacks were carried out on 20th October across the state. At least 6 mosques and dozens of houses had been vandalized in these attacks. India’s Telangana state based “The Siasat’ Daily disclosed the information in a report quoting Jordan based Maktub Media.

Not only upon the Muslims, such heinous attack is not acceptable against any community. We consider communalism as a severe offence and a crime against humanity. Such an attack against the Muslim people who have been living over there for decades in peace and harmony is totally inhuman and unacceptable.

Earlier, we condemned the communal attack in Bangladesh and similarly we are condemning the attack on Tripura’s Muslim this time. We hope, the local administration will take due steps to stop such massacre and will also undertake stern legal measures against the involved offenders.

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক