আমীরে জামায়াত

2021-10-03

ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত আইনজীবী সম্মেলনে আমীরে জামায়াত

ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে

-ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, আইন অঙ্গন বিচার প্রার্থীদের কাছে একটি জাগতিক আশ্রয়স্থল। যেখানে ন্যায়বিচার পাওয়ার আশায় ভুক্তভোগীরা দারস্থ হয়। সুতরাং মানুষের ন্যায়বিচার পাওয়ার স্বার্থে আইনজীবীগণকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সঠিক বিচারের স্বার্থে বিচারকদের যথাযথ আইনের প্রয়োগে দৃঢ়তা সৃষ্টিতে আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। সেই সাথে একজন মুসলিম হিসেবে ঈমান আমলের প্রশ্নে সর্বক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রয়োজনে আদল ও ইহসানের মানদণ্ড অনুসরণ করা জরুরি। ন্যায়বিচারকগণ কেয়ামতের কঠিন দিনে নবী- রাসূল ও শহীদদের সাথে আরশের ছায়াতলে অবস্থান করবেন।

তিনি শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত আইনজীবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলনটি ভার্চুয়াল মাধ্যম জুমে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এডভোকেট ড. মোঃ হেলাল উদ্দিন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র সহ সভাপতি এডঃ মোঃ জালাল উদ্দিন ভূঁইয়া, ঢাকা আইনজীবী সমিতির সহ সভাপতি এডভোকেট কামাল উদ্দিন, সিনিয়র আইনজীবী এডঃ মোঃ আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন পর্যায়ের আইনজীবী নেতৃবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মুহা. দেলওয়ার হোসেন ও আবদুল জব্বার।

আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষের ভালোবাসায় তাদের সকল কাজ পরিচালনা করে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য একটাই মহান আল্লাহ তায়ালার কুরআনের আইন অনুযায়ী মানুষের মাঝে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন করা। তিনি সমাজের বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং ন্যায়বিচার ও ইনসাফের আলোকে একটি সুন্দর সমাজ গঠনে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নে ভূমিকা রাখার জন্য আইনজীবীদের প্রতি উদাত্ত আহবান জানান।

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, আজ গোটা বিচারাঙ্গণের অবস্থা অত্যন্ত নাজুক। স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা হলেও বাস্তব চিত্র তার পুরো উল্টো। অতীতে দেশের যেকোনো দুর্যোগ ও ক্রান্তিকালে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমান সময়েও ইসলামের সু-মহান আদর্শে উজ্জীবিত হয়ে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা পালনের আহবান জানান।