আমীরে জামায়াত

2021-08-27

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারের ধাক্কায় নৌকা ডুবিতে নিহতদের প্রতি শোক প্রকাশ এবং স্বজনদের পাশে দাঁড়ানোর আহবান...

-ডা. শফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুবাহী ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে এ পর্যন্ত ১৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…। এই দুর্ঘটনায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি। আর যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
 
মর্মান্তিক এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, আল্লাহ্ রাব্বুল আলামীন তাদের সকলকে ক্ষমা করুন। ঈমানের সাথে যারা বিদায় নিয়েছেন আল্লাহ্ তা’য়ালা তাদেরকে জান্নাত নসীব করুন। মহান আল্লাহ্ আকস্মিক এই বিপদে আপনজনদেরকে ধৈর্যধারন করার তাওফিক দান করুন। আর যারা আহত অবস্থায় আছেন, আল্লাহ্ রাব্বুল আলামীন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন।
 
আসুন আমি, আপনি সকলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াই। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’য়ালা আমাদেরকে তাওফিক দান করুন। আমীন।।