ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সাবেক সদস্য, নাটোর জেলা শাখার সাবেক আমীর জনাব অধ্যাপক বেলাল উজ্জামান (৫৭) মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৫ জুন সকাল ১১ টায় ইন্তিকাল করেছেন।
জনাব অধ্যাপক বেলাল উজ্জামান আজীবন নিষ্ঠার সাথে দ্বীনি দায়িত্ব পালন করেছেন। স্বনামধন্য একজন শিক্ষক হওয়া সত্ত্বেও জুলুমবাজ শক্তি তাঁর প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। ২০১৮ সালে তাঁর ওপর বর্বর নির্যাতন চালানো হয়। তাঁর হাত পা ভেঙ্গে দেয়া হয়। সাধ্যমত চিকিৎসার পরও তিনি সুস্থ হয়ে উঠেননি। এই কষ্ট বুকে নিয়েই তিনি দুনিয়া থেকে চলে গেলেন।
রাব্বুল আলামীন তাঁর জীবনের এই মূল্যবান ত্যাগসমূহ সহ সকল নেক খেদমতকে কবুল করুন। আল্লাহ তা’য়ালা তাঁকে ক্ষমা করুন এবং তাঁর প্রিয় বান্দাদের মধ্যে তাঁকে শামিল করে নিন। শাহাদাতের তামান্না লালনকারী এই মর্দ্দে মুজাহিদকে আল্লাহ তা’য়ালা শহীদি দারাজা দান করুন। জান্নাতের সর্বোচ্চ মাকামের মেহমান হিসেবে কবুল করুন।
তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও সকল পর্যায়ের সহকর্মীদের আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সবরে জামিল দান করুন। আমীন।।
ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক