ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সাবেক সদস্য, কক্সবাজার জেলা শাখার সাবেক আমীর, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি, প্রেসক্লাব ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাবেক সভাপতি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব এডভোকেট সালামত উল্লাহ মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ রাত ৮.০০টার দিকে ইন্তিকাল করেছেন।
জনাব এডভোকেট সালামত উল্লাহ ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। একজন বিশিষ্ট আইনজীবী হিসেবেও তিনি যথাযথ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বাংলাদেশে ইসলাম প্রচার এবং প্রসারে তাঁর উজ্জ্বল ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তিনি তাঁর সাংগঠনিক ও পেশাগত জীবনে বিরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর সকল নেক খেদমত কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন। তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও সকল পর্যায়ের সহকর্মীদের আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা সবরে জামিল দান করুন। আমীন।।
ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক