আমীরে জামায়াত

2021-05-24

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা

-ডা. শফিকুর রহমান

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ পরিণত হয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে।
 
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করছি। করোনা ভাইরাসের এই কঠিন দুর্যোগের সময় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর উপস্থিতি জাতিকে দারুণভাবে বিচলিত করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে বিগলিত চিত্তে দোয়া করছি তিনি যেন সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘ইয়াস’ কে দুর্বল করে দিয়ে জাতিকে হেফাজত করেন।
 
সংশ্লিষ্ট এলাকার দলীয় সহকর্মীদের প্রতি অনুরোধ তারা নিজেরা যেন ঘুর্ণিঝড় ‘ইয়াস’ সম্পর্কে সতর্ক থাকেন এবং সংশ্লিষ্ট এলাকার জনগণকেও সতর্ক করেন। একান্তই যদি আল্লাহর ইচ্ছায় কোনো ক্ষয়ক্ষতি দেখা দেয় তাহলে সর্বোচ্চ সামর্থ্য নিয়ে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে থাকতে হবে।
 
এ সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে মহান আল্লাহর কাছে ক্রমাগতভাবে দোয়া ও ধরণা দেয়ার জন্য আমাদের দলীয় সহকর্মীসহ প্রিয় দেশবাসীর প্রতি আমরা আহবান জানাচ্ছি। সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্ভাব্য আক্রান্ত এলাকার জনগণের পাশে দাঁড়ানো ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আমরা আহবান জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সকলকে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর এই সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করুন। আমীন।।