আমীরে জামায়াত

2021-05-23

পাসপোর্ট থেকে ‘except Israel.’ এই অংশটা বাদ দেয়ার ব্যাখ্যা জানা প্রয়োজন বাংলাদেশের জনগণের

-ডা. শফিকুর রহমান

বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর থেকে পাসপোর্ট সকল দেশের জন্য উন্মুক্ত রেখে এভাবে লেখা ছিল, ‘This passport is valid for all countries of the world except Israel.’
 
সম্প্রতি শুনা যাচ্ছে এই লেখা সংশোধন করে নতুন পাসপোর্টগুলোতে ‘except Israel.’ এই অংশটুকু বিলুপ্ত করা হয়েছে। সঙ্গত কারণেই ইসরাঈলকে বাংলাদেশ কোন স্বীকৃতি দেয়নি। যদি সত্যিই ‘except Israel.’ এই অংশটা বাদ দেয়া হয়ে থাকে, তাহলে বাংলাদেশের জনগণের এর ব্যাখ্যা জানা প্রয়োজন।