সম্প্রতি শুনা যাচ্ছে এই লেখা সংশোধন করে নতুন পাসপোর্টগুলোতে ‘except Israel.’ এই অংশটুকু বিলুপ্ত করা হয়েছে। সঙ্গত কারণেই ইসরাঈলকে বাংলাদেশ কোন স্বীকৃতি দেয়নি। যদি সত্যিই ‘except Israel.’ এই অংশটা বাদ দেয়া হয়ে থাকে, তাহলে বাংলাদেশের জনগণের এর ব্যাখ্যা জানা প্রয়োজন।