আমীরে জামায়াত

2021-05-17

মজলুম ফিলিস্তিনীদের পাশে থাকার জন্য বিশ্ব মুসলিমসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান…

-ডা. শফিকুর রহমান

ফিলিস্তিনের মজলুম জনগণের রক্তে গাজা প্রতিনিয়তই রঞ্জিত হচ্ছে। শিশু-কিশোর, যুবক-যুবা, পৌঢ়-বৃদ্ধ সকলেই আজকে জালিমের হামলার নিশানী। স্বজনরা তাদের প্রিয়জনকে হারিয়ে ব্যাথার পাহাড় বুকে বয়ে চলছেন। মাথা গোঁজার ঠাঁইগুলোকে বোমার আঘাতে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেয়া হচ্ছে। হাসপাতালগুলো আহতদের চিকিৎসা সামাল দিতে না পেরে হিমশিম খাচ্ছে। ফিলিস্তিনের মজলুমদের জন্য গোটা বিশ্বের মুক্তিকামী মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা আর মাসজিদুল আকসার পবিত্রতা রক্ষায় বিশ্ব মুসলিমসহ বিশ্ব সম্প্রদায়ের দৃঢ় অঙ্গীকার ও পদক্ষেপ প্রয়োজন। এর কোন ব্যতিক্রম কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। এই মুহুর্তে জরুরী ভিত্তিতে আসুন তাদের দিকে আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেই। তাদের পাশে থাকার আন্তরিক অঙ্গীকার ব্যক্ত করি। মহান আল্লাহ্‌ তাদের এবং আমাদের সহায় হোন। আমীন।।

Open call to the Muslim world and the global communities to raise voice in favor of the oppressed Palestinian Muslims…

The Gaza strip is being devastated. People of all ages including children, youth, juveniles, old men and women are being killed by the Israeli zionist forces mercilessly. Many people have lost their near and dear ones and passing mournful days amidst severe pains. Israeli occupation forces are destroying high rise buildings within seconds. Hospitals are suffering to provide treatment as the number of injured people are huge. Muslims from all over the world are feeling pains and sufferings for the oppressed Palestinian Muslims.

Muslim world and the global communities should have a strong vow and they should take immediate effective measures to establish independent Palestine and also for protecting and safeguarding the sanctity of holy Mosque Baitul Aqsa. Right now, let us extend our helping hand to the mojlum Palestinians. Let us make a promise to remain by their side. May Allah bless us all. Ameen.

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক