বিশিষ্ট বুদ্ধিজীবী, ইসলামী ব্যক্তিত্ব ও সাবেক সচিব জনাব শাহ্ আব্দুল হান্নান গুরুতর অসুস্থ অবস্থায় একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
মহার প্রভুর দরবারে দো’য়া করি, জাতির এই সম্পদ জনাব শাহ্ আব্দুল হান্নানকে আল্লাহ্ রাব্বুল আলামীন ক্ষমা করুন এবং মেহেরবানী করে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন।
দেশে ও প্রবাসে অবস্থানরত সকলের কাছে বিনয়ী অনুরোধ, পবিত্র রামাদানুল কারীমের এই বারাকাহপূর্ণ সময়ে জনাব শাহ্ আব্দুল হান্নান এর জন্য বুকভরা দো’য়া করুন। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’য়ালা সকলের নেক দো’য়া কবুল করুন। আমীন।।