আমীরে জামায়াত

2021-04-14

আল্লাহ্‌ তা’য়ালার ঘর পবিত্র মসজিদের দরজা সালাত আদায়কারীদের জন্য বন্ধ হওয়া উচিত নয়

-ডা. শফিকুর রহমান

পবিত্র কুরআনুল কারীম নাজিলের মাসে আল্লাহ্‌ তা’য়ালার ঘর পবিত্র মসজিদের দরজা সালাত আদায়কারীদের জন্য বন্ধ হওয়া উচিত নয়। স্বাস্থ্যবিধি অনুসরণ করে সালাত আদায়কারীদেরকে সালাত আদায়ে সহায়তা করা উচিত।

দুনিয়ার প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা যেভাবে চলছে, আল্লাহ্‌ তা’য়ালার ঘর পবিত্র মসজিদেও ইবাদাত পালনকারীদের জন্য কমপক্ষে একই সুযোগ থাকা অবশ্যই যৌক্তিক।

করোনার এই মহামারীতে আসুন আমরা কেবল স্বাস্থ্যবিধি নয় বরং আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তায়ালার রহমতের উপরেই একান্ত ভরসা করি এবং বিগলিত চিত্তে তাঁর একান্ত সাহায্য কামনা করি। মহান আল্লাহ্‌ এই সত্য উপলব্ধি করার তাওফিক আমাদেরকে দান করুন। আমীন।।

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক