বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এর বড় ভাই জনাব আলতাফ হোসেন খান (৭০) আজ সকাল ৭.৩০ টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইতিমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তার অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ তা’য়ালা তার একান্ত সাহায্যকারী হোন, কবর থেকে শুরু করে প্রতিটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। তার নেক আমলগুলো কবুল করে এবং জীবনের ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তার এই মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’য়ালা তাকে দান করুন। আমীন।
আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তার শোকাহত পরিবার-পরিজন ও আত্নীয়-স্বজনদের এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক