আমীরে জামায়াত

2021-01-11

জুলুমের অবসান কেবল আল্লাহই ঘটাতে পারেন

-ডা. শফিকুর রহমান

রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের ওপর ইতিমধ্যে আমৃত্যু কারাদণ্ড চাপিয়ে দেয়া হয়েছে। আরও দু’টি প্রতিহিংসামূলক মামলায় উনার ওপর জুলুম চলছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর অপরাধ তিনি আল্লাহর দ্বীন ও দেশের স্বার্থের ব্যাপারে কারো সাথে কোন আপোষ করেননি। তাই তো তাঁর ওপর প্রতিশোধ নিতেই হবে!! তারই মহড়া চলছে একের পর এক।

হে আরশে আজিমের মালিক! এই জুলুমের অবসান কেবল তুমিই ঘটাতে পারো। আমরা তোমার সেই একান্ত সাহায্যের প্রত্যাশায়...

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক