আমীরে জামায়াত

2020-12-14

ইলমে দ্বীনের নূর ছড়িয়ে দুনিয়ার সফর শেষ করলেন মাওলানা নূর হোসাইন ক্বাসেমী

-ডা. শফিকুর রহমান

হযরত মাওলানা নূর হোসাইন ক্বাসেমী আজীবন ইলমে দ্বীনের নূর ছড়িয়ে দুনিয়ার সফর শেষ করলেন। লাখো মানুষ হৃদয়ের আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা ও চোখের পানি দিয়ে আজ তাঁকে বিদায় জানালো।

জানাযাটা হওয়ার কথা ছিলো জাতীয় ঈদগাহে কিন্তু তা হয়নি। এ জানাযা জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলে অংশগ্রহণকারীদের জন্য হতো স্বস্তিদায়ক।
আমরা আশা করি, আমাদের রফিকে আ’লা আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা হাশরের ময়দানে তাঁর মাহবুব বান্দাদের মধ্যে হযরত মাওলানা নূর হোসাইন ক্বাসেমীকে শামিল করে নিবেন। ইনশাআল্লাহ সেদিনও আল্লাহ পাকের রহমতের নূর তাঁকে সঙ্গ দিবে রাব্বুল আলামীনের প্রিয় জান্নাত পর্যন্ত।

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক