আমীরে জামায়াত

2020-11-22

মূর্তি, ভাস্কর্য ও প্রতিমা সম্পর্কে শরীয়াহ-এর ব্যাখ্যা দেয়া উলামায়ে কেরামের কাজ

-ডা. শফিকুর রহমান

মূর্তি, ভাস্কর্য ও প্রতিমা সম্পর্কে শরীয়াহ এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে অবস্থান নির্ণয় করা ইসলামী জ্ঞানে সমৃদ্ধ ব্যক্তিবর্গের কাজ। এ বিষয়ে উলামায়ে কেরাম কোরআন-হাদীসের দলিল দিয়েই জাতির সামনে ব্যাখ্যা উপস্থাপন করছেন এটাই স্বাভাবিক। কিন্তু আমরা লক্ষ্য করছি, কতিপয় ব্যক্তি বা ব্যক্তিবর্গ যারা কোরআন-সুন্নাহর জ্ঞানে পারদর্শী নন তারাও নিজের মত করে ব্যাখ্যা দিয়ে চলছেন। এটা কি অযাচিত নয়?