আমীরে জামায়াত

2020-11-07

মহান আল্লাহর কাছে দোয়া- মাওলানা গোলাম সারোয়ারকে সুস্থতা দান করে কোরআনের ময়দানের ফিরিয়ে দেন

-ডা. শফিকুর রহমান

প্রখ্যাত মোফাসসির, গবেষক ও আড়াইবাড়ী সাঈদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার সাঈদী (পীরসাহেব আড়াইবাড়ী) রাজধানীর একটি হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের মাধ্যমে জানতে পারলাম, গতকাল তাঁকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

মহান আল্লাহ্‌ পাকের দরবারে একান্ত মিনতি, ইলমে দ্বীনের এই শ্রদ্ধেয় রাহবারকে যেন আল্লাহ্ রাব্বুল আলামীন শিফায়ে কুল্লিয়া আযেলা কামেলা দান করুন। প্রাণ খুলে দোয়া করি মহান আল্লাহ্ পাক যেন আশু সুস্থতা দান করে তাঁকে কোরআনের ময়দানে আবারো ফিরিয়ে দেন।