আমীরে জামায়াত

2025-03-17

শহীদ সেলিম তালুকদারের সদ্যজাত সন্তানকে দেখতে ঝালকাঠিতে ছুটে যান আমীরে জামায়াত

জুলাই অভ্যুত্থানের শহীদ জনাব সেলিম তালুকদারের সদ্যজাত সন্তান সাইমা সেলিমকে দেখতে ১৭ মার্চ সোমবার ঝালকাঠিতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান। তিনি শিশুটিকে কোলে তুলে নেন এবং পরম স্নেহ-মমতায় আদর করেন। পর্দার আড়াল থেকে আমীরে জামায়াত শিশুটির মায়ের সাথে কথা বলেন, সার্বিক খোজ-খবর নেন এবং সুখে-দুঃখে সবসময় পরিবারটির পাশে থাকবেন বলে তাদেরকে আশ্বস্ত করেন। আমীরে জামায়াত শিশু সাইমা সেলিম প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার সকল আর্থিক দায়-দায়িত্ব জামায়াতে ইসলামী নিয়েছে বলে ঘোষণা করেন।

পরিশেষে আমীরে জামায়াত শিশু ও তার শহীদ পিতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঝালকাঠি জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক, জামায়াত নেতা শেখ নেয়ামুল করিমসহ স্থানীয় জামায়াতের নেতা-কর্মী।