প্রধান সংবাদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন উপহার প্রদান করেন আমীরে জামায়াত

যেকোন প্রাকৃতিক দুর্যোগে জামায়াতে ইসলামী মানুষের পাশে থাকে

-ডা. শফিকুর রহমান

১৪ এপ্রিল ২০২৪, রবিবার, ৪:২৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, “এবারের রোজা মানুষদের অনেক কষ্টে কেটেছে। কেননা জিনিসপত্রের দাম অনেক বেশি। এর মধ্যে রমজানের শেষ দিকে যখন শিলাবৃষ্টি হয় তখন এই কষ্ট আরো বাড়িয়ে দিয়েছে। সিলেটের গোলাপগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায় শিলাবৃষ্টিতে মানুষ অনেক কষ্টে রয়েছেন। অনেকে ঘরের নিচে গেলে আকাশের তারকা দেখা যায়। শিলাবৃষ্টির খবর শুনার পর থেকেই জামায়াতের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিচ্ছেন। তাদের পাশে রয়েছেন। আজ আমি আপনাদের দেখতে এসেছি। প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য মহান আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা। বিপদ আপদ দিয়ে মহান আল্লাহ তালা আমাদের পরীক্ষা করেন। এ পরীক্ষায় আমাদের সকলকে উত্তীর্ণ হতে হবে।

শনিবার বিকেল সাড়ে ৩টায় গোলাপগঞ্জ ...


ডা. শফিকুর রহমান

আমীরে জামায়াত

মিলিত হোন সম্মিলিত লক্ষ্যপানে

আমি বিশ্বাস করি যে, দেশে শান্তি-শৃঙ্খলা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করিতে হইলে শাসন-ক্ষমতা ধার্মিক, চরিত্রবান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এ ধরণের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিক ভাবে সমর্থন করি।

রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামায়াতে ইসলামীর সহিত সযোগীতা করিব।

আমার জীবনকে নৈতিক দিক দিয়া উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করিব।