২৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট (আইআরআই) এর সিনিয়র অফিসিয়ালস কেন্ট প্যাট্টন, রিসার্ড রোয়ার এবং বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর যোশুয়া রোসেনব্লুম ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ এবং USAID বাংলাদেশ অফিসের মি. লুবাইন মাসুম চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় করেন। মতবিনিময়কালে তারা বংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। জামায়াতে ইসলামী উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জানতে চান। এ সময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এড. জসিম উদ্দিন সরকার।