বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিপ্লবোত্তর নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় প্রবাসী কলম সৈনিকদের সকল কিছুর ঊর্ধ্বে দেশ ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দেশের সুনামকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে হবে। নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিক ভাইদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে । মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে কেউ যেন মিডিয়ার স্বাধীনতাকে বাজেভাবে ব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে সবাইকে। বিশ্বব্যাপী ইসলামোফোবিয়ার শিকারে পরিনত হয়েছে বাংলাদেশের ইসলামী দলগুলো। ইসলাম বিদ্বেষীদের অপপ্রচার, প্রোপাগান্ডা ও মিথ্যাচারের অপনোদনকল্পে লিখনীর মাধ্যমে সত্য, ন্যায় এবং বস্তুনিষ্ঠতা পতাকা হাতে এগিয়ে আসতে কলমযোদ্ধাদের।
১০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় সাইতামা প্রিফেকচারের বাইতুল আমান মসজিদ কমপ্লেক্সের হলরুমে জাপান প্রবাসী সাংবাদিক ও মিডিয়া কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
IMJ এর প্রচার সম্পাদক ও Japanbanglanews সম্পাদক আতিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি জনাব হাফেজ সাবের আহমদ, জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।