জাপান সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “দেশ গঠনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর ও উন্নত করতে রেমিট্যান্সের প্রবাহকে আরো বেগবান করতে হবে। এয়ারপোর্টে হয়রানি বন্ধের পাশাপাশি প্রবাসীদের নিরাপত্তা বিধানে কাজ করছে অন্তবর্তীকালীন সরকার।” প্রয়োজনীয় সংস্কার ও একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে এই সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।
৬ অক্টোবর রবিবার সন্ধ্যায় সাইতামা প্রিফেকচারের কোশিগায়া সান সিটি হলে অনুষ্ঠিত ইসলামিক মিশন জাপানের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি জনাব হাফেজ সাবের আহমদ এবং পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফ।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র বিনির্মানে বিভেদ ভুলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও জোটবদ্ধ নির্বাচন সময়ের অপরিহার্য দাবী। একই অভিষ্ট লক্ষে ছোট খাট মতবিরোধ পাশ কাটিয়ে বৃহত্তর ইসলামী দলগুলোরও ঐক্য হতে পারে।