১২ জানুয়ারি ২০১৮, শুক্রবার

ডিএনসিসিকে ক্রীড়াবান্ধব ও শিক্ষা সহায়ক নগরী হিসেবে গড়ে তোলা হবে ঃ সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ডিএনসিসিতে মেয়র প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিনের নির্বাচনী তৎপরতা বেশ জমে উঠেছে। তার নির্বাচনী কর্মকান্ডে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্রমেই তিনি বিজয়ী হওয়ার ব্যাপারে আত্মপ্রত্যয়ী হয়ে উঠছেন। তিনি তার নির্বাচনী কর্মযজ্ঞের অংশ হিসেবেই নগরীর বিভিন্নস্থানে গণসংযোগ, মতবিনিময় সভা, নির্বাচনী সমাবেশ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিচেছন। সে ধারাবাহিকতায় তিনি আজ রামপুরা ফ্রেন্ডস ক্লাব আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। নগরবাসী তাকে নির্বাচিত করলে তিনি তার দেয়া সকল প্রতিশ্রুতিই রক্ষা করার এবং ডিএসসিসিকে ক্রীড়াবান্ধব ও শিক্ষাসহায়ক নগরীতে পরিণত করার আশ্বাস দেন।

রামপুরায় ফ্রেন্ডস ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান ডা. ফখরুদ্দীন মানিক। অনুষ্ঠান পরিচালনা করেন এফ এ ফজলু। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এস এইচ ঈমাম, প্রশিক্ষণ সম্পাদক মনিরুজ্জামান শামীম, যুব বিষয়ক সম্পাদক এ এস ফরহাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এস ইসলাম, আইন সম্পাদক এস এম মনিরুজ্জামান, কার্যকরি কমিটির সদস্য হাফিজুর রহমান, আব্দুল আাজিজ ভূঁইয়া ও মাওলানা আবুল হাসনাত পাটোয়ারি, ছাত্র প্রতিনিধি আতিকুল ইসলাম, গোলাম মর্তুজা, রাসেল ও হাবীব প্রমূখ।