২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার

গুরুতর অসুস্থ বিশিষ্ট সাংবাদিক জনাব রুহুল আমিন গাজীকে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি, দৈনিক সংগ্রাম-এর চীফ রিপোর্টার বিশিষ্ট সাংবাদিক জনাব রুহুল আমিন গাজী গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ২৪ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তাঁকে দেখতে হাসপাতালে যান।

তাঁর সাথে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোঃ সেলিম উদ্দিন ও সাংবাদিক নেতা জনাব শহিদুল ইসলাম। এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান জনাব রুহুল আমীন গাজীর চিকিৎসার খোঁজ-খবর নেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য তিনি মহান রবের নিকট দোআ করেন এবং দেশবাসীকে দোআ করার আহ্বান জানান।