বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত শিক্ষার্থী মুস্তাফিজুর রহমানকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
মারাত্মকভাবে আহত শিক্ষার্থী মুস্তাফিজুর রহমানের মনের আকুতি ‘আমি কী আর কোনো দিন দুনিয়ার আলো-বাতাস দেখতে পাব না!’ এ সময় জনাব মোবারক হোসাইন আহত শিক্ষার্থী মুস্তাফিজুর রহমানকে সান্ত্বনা দেন এবং তার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। তিনি মহান রবের নিকট তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।
তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আহত মুস্তাফিজুর রহমানের চিকিৎসা খরচ সামর্থানুযায়ী বহন করার আশ্বাস দেন।