২০ আগস্ট ২০২৪, মঙ্গলবার

গুরুতর আহত মুস্তাফিজুর রহমানকে দেখতে হাসপাতালে যান মোঃ মোবারক হোসাইন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত শিক্ষার্থী মুস্তাফিজুর রহমানকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

মারাত্মকভাবে আহত শিক্ষার্থী মুস্তাফিজুর রহমানের মনের আকুতি ‘আমি কী আর কোনো দিন দুনিয়ার আলো-বাতাস দেখতে পাব না!’ এ সময় জনাব মোবারক হোসাইন আহত শিক্ষার্থী মুস্তাফিজুর রহমানকে সান্ত্বনা দেন এবং তার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। তিনি মহান রবের নিকট তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আহত মুস্তাফিজুর রহমানের চিকিৎসা খরচ সামর্থানুযায়ী বহন করার আশ্বাস দেন।