৮ নভেম্বর শুক্রবার সকালে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দার এর পরিচালনায় আবদুল ওয়াহিদ অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলার সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “৫ আগস্ট এর পর আরেকটি বিপ্লব হবে, আর সেটা হবে ইসলামের বিপ্লব। সেই ইসলামী বিপ্লবের জন্য সকল রূকন ভাইবোনদেরকে প্রস্তুত থাকতে হবে। রুকনদেরকে বলা হয় সংগঠনের খুঁটি। খুঁটিকে মজবুত করে ধরে রাখার জন্য প্রয়োজন শক্ত ঈমান । আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে তা অর্জন করতে হবে।”
অনুষ্ঠানের শুরুতে আগামী ২ বছরের জন্য জেলা আমীরের শপথ অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব মোবারক হোসাইন, অঞ্চল টিম সদস্য এ কে এম আলী মুহসিনসহ বিভিন্ন পর্যায়ের জেলা নেতৃবৃন্দ।