বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, “পরাজিত দল আওয়ামী লীগের নেত্রীসহ নেতারা পালিয়েছে। তাদের বিচারের জন্য ট্রাইবুনাল গঠন করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার করা হবে। আমাদের নিজেদের হাতে আইন তুলে নেয়া যাবে না। আওয়ামী লীগের আমলের প্রশাসন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন না, তা বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় প্রতীয়মান হয়েছে। তাদের বিষয়েও বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণ করবেন।”
১৩ অক্টোবর রোববার ময়মনসিংহ জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমীর মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দের সঞ্চালনায় সম্মেলনে বিশিষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামীউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ময়মনসিংহ মহানগরী আমীর মাওলানা কামরুল আহসান এমরুল প্রমুখ।
“আগামীদিনের বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। আমাদের চেষ্টা থাকবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। সারাবিশ্বে মানুষ এখন ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে। ইসলাম নিয়ে কোন ধরনের বাড়াবাড়ি করা যাবে না। পৃথিবীতে কোন কট্টর মতবাদ যদি থাকে, সেটি হলো সেকুলারিজম। ইসলামে এমন দৃষ্টান্ত নেই। আমাদের ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে।”