৪ অক্টোবর ২০২৪, শুক্রবার

লংগদু উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

দেশের অর্থনীতিকে ধ্বংসকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে- মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, “ইসলামী আন্দোলনের জনশক্তিদের সমাজ ও রাষ্ট্রের দায়িত্বশীল হওয়ার জন্য যাবতীয় গুণাবলী অর্জন করতে হবে। ইসলামী আন্দোলন নিছক কোনো দুনিয়াবী আন্দোলন নয়। এই আন্দোলনকে সফল করতে প্রয়োজন আদর্শ জনশক্তি। এমন জনশক্তি যাদের থাকবে মানবিক মূল্যবোধ, সৃজনশীল ক্ষমতা, অনুসন্ধান, গবেষণা ও আবিষ্কারের জ্ঞান। এই জনশক্তি আল্লাহর দীনকে একমাত্র জীবনব্যবস্থা হিসেবে জগতে প্রতিষ্ঠা করার জন্য এবং কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার কাজকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসেবে নিবে। আমাদের কাঙ্খিত কল্যাণ রাষ্ট্র শুধুমাত্র শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নিয়ন্ত্রণ করেই ক্ষান্ত হবে না বরং যা কিছু মানুষের জন্য কল্যাণকর তার সবকিছুই বাস্তবায়ন করবে।”

তিনি আজ ৪ অক্টোবর রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তর্গত লংগদু উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দিন এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম, জেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা সহকারি সেক্রেটারি মনসুরুল হক প্রমুখ।

মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, “পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল রাখার ষড়যন্ত্র অনেক পুরনো। ষড়যন্ত্রকারীরা চায় সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করতে। বিভিন্ন দূর্ঘটনা ঘটিয়ে চরমভাবে নিরাপত্তাহীনতার সৃষ্টি আমরা দেখে আসছি। এইসব সমস্যার সমাধানে প্রয়োজন একটি সমন্বিত ও কার্যকরী উদ্যোগ, যা পার্বত্য অঞ্চলে বসবাসকারী সকলের মধ্যে আস্থা ও একে অপরের প্রতি সহযোগিতা বৃদ্ধি করবে। এ লক্ষ্যে পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নাগরিক সুবিধা বৃদ্ধি করতে জামায়াত কাজ করছে।”

তিনি বলেন, “গত সাড়ে ১৫ বছরের জুলুম-নির্যাতনের হোতা এবং দেশের অর্থনীতি ধ্বংসের রথি-মহারথিদের বিরুদ্ধে এখনো কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না। তাদের বেশীরভাগই এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। এইসব রথি-মহারথিদের গ্রেফতার করে বিচার না করলে নতুন বাংলাদেশ পথ হারিয়ে ফেলবে।”