বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য জননেতা মাওলানা শামসুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের উদ্দেশ্যেই জামায়াত কাজ করে যাবে। এটি মহান সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব। তিনি বলেন, ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মুসলিম-অমুসলিম নির্বিশেষে সকল মানুষ তাদের প্রাপ্য অধিকার বুঝে পাবে। খোলাফায়ে রাশেদীন পরিচালিত রাষ্ট্র ব্যবস্থায় সকল ধর্মের অনুসারীরাই শান্তিময় জীবনযাপন করেছেন। এমন একটি সমাজব্যবস্থা কায়েমের জন্যই জামায়াত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গাজীপুর মহানগর জামায়াতের পক্ষ থেকে ভিন্ন ধর্মালম্বী লোকদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
মহানগর জামায়াতের দক্ষিণ জোনের পরিচালক আফজাল হোসাইনের সভাপতিত্বে ও মহানগর মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি মোঃ নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ। অন্যান্যের মাঝে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি হোসেন আলী, কর্মপরিষদ সদস্য মাওলানা গোলামুল কুদ্দুস, টঙ্গি মডেল থানা জামায়াতের আমীর নেয়ামতউল্লাহ শাকের, টঙ্গি পশ্চিম থানা আমীর মোঃ আনোয়ার হোসেন ভুইয়া, টঙ্গি দক্ষিণ থানা আমীর আতিকুর রহমান, পুবাইল থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর এডভোকেট শামীম মৃধাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দল-মত-জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রচেষ্টা ও সংগ্রাম অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি নগর আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ উপস্থিত অমুসলিম নাগরিকদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, একটি জনকল্যাণমূলক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা একত্রে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমরা সম্মিলিতভাবে গাজীপুর মহানগরকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে তুলতে চাই।
গাজীপুর মহানগর জামায়াতের পক্ষ থেকে অর্ধশতাধিক অমুসলিম নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।