শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ।
১৬ জানুয়ারি ২০২১, শনিবার

গাজীপুরের টঙ্গিতে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

মানবতার কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবেঃ অধ্যক্ষ এস এম সানাউল্লাহ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর জননেতা অধ্যক্ষ এস এম সানাউল্লাহ মানবতার কল্যাণে এগিয়ে আসার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন, প্রচণ্ড শীতে দরিদ্র মানুষ নিদারুণ কষ্ট করছে। অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে দলমত নির্বিশেষে একত্রে কাজ করে যেতে হবে। একজনের কষ্টে অন্যজনের হাত বাড়িয়ে দেয়া প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রচেষ্টা ও সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

শনিবার সকালে গাজীপুর মহানগরের টঙ্গি পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ইসলামের বিজয় ছাড়া মানুষের প্রকৃত মুক্তি আসবে না। তাই ইসলামের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে কাজ করে যেতে হবে। ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সাধারণ মানুষ সব ধরনের জুলুম-নির্যাতন ও দুর্ভোগ থেকে রেহাই পাবেন।
টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর আনোয়ার হোসাইন ভুইয়ার সভাপতিত্বে ও থানা সেক্রেটারি বিন ইয়ামিনের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ জামালউদ্দিন। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নগর জামায়াতের মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম, অফিস সেক্রেটারি আবু সীনা নুরুল ইসলাম মামুন ও তারবিয়াত সেক্রেটারি আ স ম ফারুকসহ টঙ্গী পশ্চিম থানা জামায়াত নেতৃবৃন্দ।