ভিন্নধর্মাবলম্বী মানুষের মাঝে শীতবস্ত্রসহ উপহার সামগ্রী বিতরণ করছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।
১১ জানুয়ারি ২০২১, সোমবার

ভিন্নধর্মাবলম্বী মানুষের মাঝে শীতবস্ত্রসহ উপহার সামগ্রী বিতরণ

মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে -নূরুল ইসলাম বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল আজ রাজধানীর সূত্রাপুর এলাকায় ভিন্নধর্মাবলম্বী জনগোষ্ঠীর মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র প্রদান করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যহত রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। সেই সাথে প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর মাধ্যমে জনগনের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে। যা ইতোমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সুত্রাপুর জোনের উদ্যোগে আয়োজিত ভিন্নধর্মাবলম্বী মানুষের মাঝে শীতবস্ত্র সহ উপহার সামগ্রী বিতরণে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও সূত্রাপুর জোনের সহকারী পরিচালক আহসান উল্লাহ, সূত্রাপুর, বংশাল, কোতয়ালি, ওয়ারী, গেন্ডারিয়া, চকবাজার থানা আমীর, সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, জনগনের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দেশবাসীকে স্বাধীনতার প্রকৃত স্বাদ উপহার দিতে চাই। আমাদের সীমিত সামর্থ্য সত্বেও জাতি ধর্ম বর্ণ সকল ভেদাভেদ ভুলে আমরা গণমানুষের কল্যাণে কাজ করে থাকি। মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে বিশ্বাস করি। ইসলামের সুমহান আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। যেখানে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে এবং সকলে মানবতার পাশে দাঁড়াবে। তিনি সকলকে সেই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতে ইসলামীর পাশে থাকার উদাত্ত আহবান জানান।