৩১ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার

বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, সারা দেশেই আকষ্মিকভাবে তাপমাত্রা হ্রাস পাওয়ায় জনজীবনে নেতিবাচব প্রভাব পড়েছে। তাই এই ক্রান্তিকালে ও দুর্যোগের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

৩১ ডিসেম্বর লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও লালমনিরহাট জেলা শাখার আমীর প্রভাষক আতাউর রহমান এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি এ্যাডভোকেট মো: আবু তাহের এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর আব্দুল বাতেন, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামায়াত নেতা আলাউল ইসলাম পাভেল ফাতেমী ও সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে তিনি আরও বলেন, মূলত ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না থাকায় আজ মানুষে মানুষে ব্যবধান ক্রমেই বাড়ছে। মূলত কল্যাণ রাষ্ট্রের অনুপস্থিতিই এর অন্যতম কারণ। তাই আর্তমানবতার মু্িক্তর জন্য মানুষের মধ্যে ব্যবধান কমাতে হবে। আর এজন্য প্রয়োজন ন্যায়-ইনসাফ ভিত্তিক একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র।

তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাজে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে এসে দেশ ও জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।