বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা শাখার সাবেক আমীর বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সিরাজুল ইসলাম ২০ নভেম্বর ইন্তিকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা ও ৩ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। আজ দুপুর ২টা ১৫ মিনিটে মরহুমের মুক্তাগাছার নিজ গ্রামে জানাযা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাযায় দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. সামিউল হক ফারুকী, ময়মনসিংহ জেলা শাখার আমীর জনাব আব্দুল করিম, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজী, কর্মপরিষদ সদস্য মাওলানা বদরুল আলম, উপজেলা আমীর শামসুল হক, মাওলানা আব্দুল কুদ্দুছ, আওয়ামী লীগ নেতা বিলাল সরকার, মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, বিএনপি নেতা জাকারিয়া বাবুলসহ বিভিন্ন দলের নেতা ও কর্মীগণ।
জানাযা পূর্ব সমাবেশে বক্তব্যে জনাব মতিউর রহমান আকন্দ বলেন, মাওলানা সিরাজুল ইসলাম দ্বীনের একজন একনিষ্ঠ খাদেম ছিলেন। মুক্তাগাছায় ইসলামী আন্দোলনের কাজের প্রচার ও প্রসারে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলমত নির্বিশেষে সকল মানুষের সাথেই যে তার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় ছিল, জানাযায় বিপুলসংখ্যক লোকের উপস্থিতি তাই প্রমাণ করে। তিনি তার কাজের মধ্য দিয়ে মুক্তগাছার মানুষের নিকট স্মরণীয় হয়ে থাকবেন। তিনি একজন সত্যিকারের দা’য়ী ছিলেন। মহান রাব্বুল আলামীন তার নেক আমলসমূহ কবুল করুন। তার গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিন। আমীন।।