১৪ আগস্ট ২০১৯, বুধবার

জাতির যে কোন দুর্যোগে জামায়াত অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করে আসছে  - ডা: শফিকুর রহমান

হবিগঞ্জের নবীগঞ্জে বন্যাদূর্গতদের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জামায়াত আর্ত মানবতার কল্যানে কাজ করে আসছে। বাংলাদেশের সবুজ জমিনে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা হিসেবে জাতির যে কোন দুর্যোগে জামায়াত অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করছে।

এবারের বন্যায় বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের দুর্ভোগের শেষ নেই। কিন্তু সরকারের ত্রান তৎপরতার অপ্রতুলতার কারণে মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। এমতাবস্থায় জাতির এই দুর্যোগে জামায়াত আর্ত মানবতার কল্যানে বন্যার্তদের পাশে এসে দাড়িঁয়েছে। বন্যাদুর্গত মানুষের কল্যানে সরকারের পাশাপাশি সকল রাজনৈতিক দল এবং বিত্তবানদের সহযোগিতার মনোভাব নিয়ে পাশে দাড়াঁনো উচিত। এতে বন্যাদুর্গতদের কষ্ঠ কিছুটা হলেও লাঘব হবে।

তিনি বুধবার সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৩ ও ৪নং ইউনিয়নের ৪ শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি তারেকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ত্রান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর আব্দুর রহমান, নায়েবে আমীর মাওলানা মখলিছুর রহমান ও জেলা সেক্রেটারী কাজী মহসিন আহমদ প্রমূখ।