৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

দিনাজপুরে জামায়াত নেতা মাওলানা খোদা বক্সের জানাযা ও দাফন সম্পন্নঃ জনতার ঢল

বিগত রাজনৈতিক সংকটে রংপুর অঞ্চলের বিভিন্ন প্রোগ্রামের আবাসনের রাহবার ছিলেন মাওলানা খোদা বক্স- মাওলানা আবদুল হালিম

আপামর জনমানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়ায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল) আসনে জামায়াতে ইসলামীর নমিনি, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, জেলা মসজিদ মিশনের সভাপতি ও বীরগঞ্জের শীতলাই আলিম মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক মাওলানা খোদা বক্স। লাখো জনতা ডুকরে ডুকরে কেঁদে শেষ বিদায় জানালেন তাদের প্রিয় নেতাকে।

কানায় কানায় পরিপূর্ণ বীরগঞ্জের দলুয়া কলেজ মাঠে মরহুমের নামাযে জানাযায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

মাওলানা আবদুল হালিম বলেন, বীরগঞ্জ ও কাহারোল উপজেলাবাসী ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ দাঈকে হারালো। এ জনপদের বিগত সময়ে সাবেক এমপি অধ্যাপক আব্দুল্লাহ আল কাফী, মাওলানা হানিফ ও মাওলানা খোদা বক্স হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। রাজনৈতিক সংকটের মুহূর্তে জামায়াাতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার মরহুমের বাসায় সফর করেছেন। ইসলামী আন্দোলনের এগিয়ে নিতে রাহবারের ইন্তিকালে সত্যিই এক অপূরণীয় ক্ষতি হলো। শোককে শক্তিতে পরিণত করে ইসলামী আন্দোলনকে বেগবান করতে সকলকে তিনি উদাত্ত আহ্বান জানান।

জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই মাওলানা আব্দুল হাকিম জিহাদী, মাসুম বিল্লাহ, মাওলানা মিজানুর রহমান, শ্বশুর আসিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সাঈদী, সাবেক জেলা আমীর ও চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা, সাবেক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবদুল হাকিম, ঠাকুরগাঁও জেলা আমীর বেলাল উদ্দীন প্রধান, নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারী মুহাদ্দিস ডক্টর এনামুল হক, পঞ্চগড় জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজউদ্দীন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী রাজিবুর রহমান পলাশ, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারী জাকির হোসেন বুলু, কাহারোল উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মামুনুর রশীদ, জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলাম, দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ক্বারী আজিজুর রহমান ও বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কাওসার আলী। জানাযা পূর্ব সমাবেশটি সঞ্চালনা করেন সাবেক শিবির নেতা আব্দুল কাদের।

গত শনিবার বিকালে দিনাজপুর সরকারি কলেজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গতকাল রোববার বিকাল পৌনে ৪টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন মাওলানা খোদা বক্স। তিনি সন্তান সম্ভবা স্ত্রী, মাতা, ১ কন্যা, ১ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম খোদা বকসের লাশ বীরগঞ্জের বাড়ীতে নিয়ে এসে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সকলের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। পরে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য যে, জানাযা শেষে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ মাওলানা খোদা বক্স এর বাসায় মরহুমের মা ও তার স্ত্রীসহ স্বজনদের সাথে সাক্ষাৎ করে সম্মানিত আমীরে জামায়াতের সালাম ও দোয়া পৌঁছে দেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা প্রকাশ ও সান্ত্বনা প্রদান করেন।