৩০ অগাস্ট জুমাবার ময়মনসিংহ মহানগরী ও জেলা জামায়াতের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা আমীর মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে এবং মহানগরী আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “যারা জীবন দিয়ে জালিম সরকারকে বিতাড়িত করেছে, তাঁরা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে ইনশাল্লাহ। আমাদের ভোটের অধিকার, চলাফেরার অধিকার, অনেক অধিকার লংঙ্গিত হয়েছে। এইসব অধিকার যদি ফিরিয়ে আনতে হয় তাহলে অন্তবর্তী সরকারকে একটু সময় দিতে হবে।
বাংলাদেশ জুলুম দ্বারা পরিচালিত হচ্ছিল। জালেমরা শাসন করছিল। আমরা অনেকেই চেষ্টা করেছি জালেমদের প্রতিহত করার জন্য। আমাদের ছাত্র-জনতা তাদের জীবন দিয়ে আন্দোলন সফল করেছে। এর বেশিরভাগ শহীদ আপনাদের এই ময়মনসিংহ অঞ্চলের। আমার কাছে ৬২ জনের একটি তালিকা এসেছে। এদের মধ্যে বেশিরভাগ শ্রমিক শ্রেণীর লোকেরাই তাঁদের জীবন দিয়েছেন।”
এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল অন্যায়, মিথ্যা, জুলুম, নিপীড়নের বিরুদ্ধে একটি লড়াই। এই লড়াইয়ে যারা জীবন দিয়েছেন, আমরা আশা করতে পারি আল্লাহর ঘোষণা অনুযায়ী এই ব্যক্তিদেরকে শহীদ হিসেবে তিনি কবুল করবেন ইনশাআল্লাহ। একজন মানুষের বড় সফলতা হলো পরকালীন সফলতা।”
অনুষ্ঠান শেষে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।