চলতি বছরের ৫ সেপ্টেম্বর বহুল আলোচিত নীলফামারীর সৈয়দপুর উপজেলার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত জুয়েলের মাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) শহরের আদানীর মোড় এলাকায় নিহত ওয়ালিউল হাসান জুয়েলের বাড়িতে উপস্থিত হয়ে তার মা সালমা কুলসুমের হাতে ৩০ হাজার টাকা তুলে দেয়া হয়। কেন্দ্রীয় জামায়াতের পক্ষে এই টাকা প্রদান করেন নীলফামারী জেলা নায়েবে আমীর ড. মোঃ খায়রুল আনাম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের নীলফামারী জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুল কাদিম, সৈয়দপুর উপজেলা আমীর ও নীলফামারী-৪ আসনে জামায়াত মনোনীত আসন্ন জাতীয় সংসদ সদস্য প্রার্থী হাফেজ আবদুল মুনতাকিম, শহর আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, উপজেলা সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাজহারুল ইসলাম, নীলফামারী শহর শিবিরের সভাপতি ময়নুল ইসলাম, সৈয়দপুর পৌর শিবিরের সভাপতি মোঃ লোকমান প্রমুখ।
উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় সৈয়দপুর-রংপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার শলেয়াশাহ বাজারের অদূরে ঢাকাগামী নাইট কোচের সাথে দিনাজপুর গামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৯ জনসহ মোট ১১ জন নিহত হয়। এর মধ্যে জুয়েলসহ সাগর ও শাহিনের বাড়ি সৈয়দপুরে। সাগর ঘটনাস্থলে এবং জুয়েল ও শাহিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন।