৭ অক্টোবর ২০২২, শুক্রবার

জৈন্তাপুর ও কানাইঘাটে জামায়াতের ঘর হস্তান্তর ও ঢেউটিন বিতরণে আমীরে জামায়াত

জামায়াত যেকোন কঠিন মুহুর্তে দেশের বিপদগ্রস্ত মানুষের পাশে রয়েছে- ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা কুরআন ও সুন্নাহ মোতাবেক ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটা সমাজ গড়তে চাই। শাসক মহান আল্লাহর ভয়ে ১৯ কোটি মানুষের জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করবে। ভালো কাজের জন্য শাসকের উত্তম পুরষ্কার আর বিপরীত কাজে ভয়াবহ আগুনের শাস্তি অপেক্ষা করছে। জালিম শাসকদের পরিণতি কখনোই ভালো হয়না। বন্যাসহ নানা বিপদ আপদ আসে মূলত মানুষের কর্মফলের কারণেই। তাই সবার আগে মহান আল্লাহর কাছে ক্ষমা এবং সাহায্য চাইতে হবে। আমাদের হাতে সরকারের কোন ফান্ড নাই। সংগঠনের কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের দানেই আপনাদের জন্য এই সহযোগিতা। জামায়াত যেকোন কঠিন মুহুর্তে সারাদেশের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।

আমীরে জামায়াত আরো বলেন, আমরা আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জনের জন্য মানবতার কল্যাণে কাজ করি। এজন্য মানুষ আমাদেরকে ভালোবাসে। কিন্তু এ কাজটি ক্ষমতাসীনদের পছন্দ হয়না। তাই জুলুম-নিপীড়ন চালিয়ে আমাদেরকে স্তব্ধ করে দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু আমরা কেবল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যেই কাজ করে থাকি। সুতরাং জুলুম-নিপীড়ন চালিয়ে মানবতার কল্যাণে কাজ করা থেকে জামায়াতকে থামানো যাবেনা। যারা আমাদের উপর জুলুম করেছে, তারা যদি অনুতপ্ত হয়, হেদায়াতপ্রাপ্ত হয়, তাহলে সবার আগে আমরাই বেশী খুশী হবো। কারণ তারাও আমাদের ভাই। প্রলয়ংকরী বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের মানুষের পাশে শুরু থেকেই জামায়াতে ইসলামী দাঁড়িয়েছে। এবার কয়েকটি পরিবারকে ঘর উপহার দিতে পেরে নিজের কাছে ভালো লাগছে। আসুন নিজ নিজ অবস্থান থেকে আর্তমানবতার কল্যাণে কাজ করি। এতে দেশ, জাতি ও সমাজ উপকৃত হবে।

তিনি বৃহস্পতিবার সকালে জৈন্তাপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর এবং কানাইঘাট উপজেলার পৃথক স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বৃহস্পতিবার সকালে জৈন্তাপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম, আনিসুল হক, ফয়জুল হককে ঘর হস্তানরকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, সেক্রেটারী আলহাজ্ব জয়নাল আবেদীন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মাশুক আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, জেলা ছাত্রশিবির নেতা মারুফ আহমদ। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা আমীর মাওলানা নাজমুল ইসলাম, সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া, ৪নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল ইসলাম বাহার, জামায়াত নেতা আনোয়ারুল আম্বিয়া, ফারুক আহমদ, শামীম আহমদ ও আব্দুল হাদী চৌধুরী প্রমুখ।

এদিকে বৃহস্পতিবার বিকেলে কানাইঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মাশুক আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, জেলা ছাত্রশিবির নেতা মারুফ আহমদ। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা আমীর মাওলানা আব্দুল করীম, নায়েবে আমীর মাওলানা শরীফ আহমদ, সেক্রেটারী হাফিজ মাওলানা তাজ উদ্দীন, সহ-সেক্রেটারী মাওলানা আবু জাহরা, জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদ, শিব্বির আহমদ, মাওলানা কামাল উদ্দীন ও শ্রমিক নেতা হাফেজ ফয়েজ আহমদ প্রমুখ।