৪ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সাথে ইসলাম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ জন মৃত্যু হয় এবং আহত হন প্রায় অর্ধশত যাত্রী।
৭ সেপ্টেম্বর আহতদের খোঁজ-খবর নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান।
তাঁর সাথে অন্যান্যদের মধ্যে ছিলেন রংপুর মহানগরীর আমীর উপাধ্যক্ষ মাওলানা এ টি এম আজম খান, জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, কোতোয়ালি থানা আমীর মোঃ ফরহাদ হোসেন মন্ডল প্রমুখ। নেতৃবৃন্দ আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন ও সান্ত্বনা প্রদান করেন।