বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার সাবেক আমীর, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মজিদ রাহিমাহুল্লাহ ১৮ জুলাই বিকেল তিনটা ৪৫ মিনিটে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের প্রথম জানাজার নামাজ ১৮ জুলাই রাত ৮টায় ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাজা ১৯ জুলাই সকাল ৯ টায় তার পৈত্রিক নিবাস দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রসূলপুর ইউনিয়নের দক্ষিণ মহেশপুর দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়।
জানাযার আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং বলেন, “মাওলানা আবদুল মজিদ দ্বীনের একজন নিবেদিত প্রাণ দাঈ ছিলেন। আমাদের জন্য তিনি ছিলেন ত্যাগ-কুরবানী এবং আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
আমীরে জামায়াত তাঁর ইন্তিকালে শোকবাণী দিয়েছেন। দাফন শেষে জামায়াত নেতৃবৃন্দ মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করেন ও তাঁদের সান্ত¡না প্রদান করেন।
জানাযায় উপস্থিত ছিলেন অঞ্চল টিম সদস্য এবং দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা, দিনাজপুর দক্ষিণ জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম, দিনাজপুর উত্তর জেলা আমীর মোঃ আনিসুর রহমান, নীলফামারী জেলা আমীর মোঃ আব্দুর রশিদ, ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলার নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, কাহারোল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী প্রমুখ।
জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা আবদুল্লাহ আল কাফি। নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ জানাযায় অংশ নেন।