১৭ জুলাই ২০২২, রবিবার

সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে জামায়াতের আর্থিক সহযোগিতা প্রদান

বন্যা, অগ্নিকাণ্ড, জলোচ্ছ্বাস, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারে সহযোগিতা, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, অসুস্থ মানুষের চিকিৎসা সেবাসহ দুস্থ মানবতার কল্যাণে সর্বাত্মক সহযোগিতায় জামায়াতে ইসলামী সর্বদা তৎপর।

১৭ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম দিনাজপুর দক্ষিণ সংগঠনিক জেলার অন্তর্গত বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত শহিদুল ইসলামের বিধবা স্ত্রী সখিনা খাতুনের হাতে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

উল্লেখ্য, শহিদুল ইসলাম গত ২২ মে ফুলবাড়ি উপজেলার নিমতলায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। সহযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, বিরামপুর উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোঃ হানিফ, ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ মাবুদ আলী ও স্থানীয় ইউপি মেম্বার আবুল কাশেমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতে ইসলামী এদেশে কল্যাণ ধর্মী রাষ্ট্র গঠনের লক্ষ্যে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। সিলেট-সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রামসহ উত্তর-পূর্বাঞ্চলের বন্যা কবলিত জেলাগুলোতে শুরু থেকেই জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দ মানবতার সেবায় প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।