২ জুলাই ২০২২, শনিবার

জামালপুরের ইসলামপুরে বন্যার্ত অসহায় মানুষের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ

জামায়াতে ইসলামী বন্যা কবলিত মানুষের কষ্ট লাঘবে এখনো কাজ করে যাচ্ছেঃ মতিউর রহমান আকন্দ

রাষ্ট্র ও সরকারের প্রধান কাজ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা তথা মানুষের কল্যাণে কাজ করা। মানুষের কল্যাণে তৎপর হওয়াই দেশ পরিচালনার দায়িত্বে থাকা রাজনৈতিক দলের মৌলিক কাজ। কিন্তু বর্তমান সরকার এবং সরকারি দল সেই দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। পক্ষান্তরে গণমানুষের প্রিয় সংগঠন জামায়াতে ইসলামী সেই দায়িত্ব পালনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মানুষের নজর কাড়তে সক্ষম হয়েছে।
 
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ ০১ জুলাই শুক্রবার জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নে বন্যার্ত অসহায় মানুষের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন।
 
তিনি আরো বলেন, “উজান থেকে নেমে আসা ভারতীয় পানির সয়লাবে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় দেওয়ানগঞ্জ, ইসলামপুরসহ জামালপুর জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
ইতোমধ্যে উজানের পানি নেমে গিয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় মানুষের ক্ষয়-ক্ষতির পরিমাণ ক্রমেই দৃশ্যমান হচ্ছে এবং জামায়াতে ইসলামী মানুষের সেই কষ্ট লাঘবে এখনো কাজ করে যাচ্ছে।
 
তিনি বলেন, বন্যায় মানুষ ডুবে যায়, ঘরবাড়ি ভেঙে যায় কিন্তু দেশের এমপি মন্ত্রী-প্রশাসকরা বন্যা কবলিত এলাকায় আসার সুযোগ পান না। অথচ মানুষের সুবিধা-অসুবিধা দেখার প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের। সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এটি খুবই বেদনাদায়ক। আমরা জনগণকে আশস্ত করতে চাই, জামায়াতে দেশ পরিচালনার সুযোগ পেলে সালাত কায়েম, যাকাতভিত্তিক সুষম অর্থব্যবস্থা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধে ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।”
 
বিশেষ অতিথি জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের বন্যা সহায়তা সমন্বয়ক ড. ছামিউল হক ফারুকী বলেন, “বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। আল্লাহর উপর আস্থা ও ভরসা রেখে ধৈর্য, সাহসিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ দুর্যোগ কাটিয়ে উঠতে হবে। আল্লাহই একমাত্র সাহায্যকারী। তাঁর কাছেই আমাদেরকে ধর্না দিতে হবে। সেই সাথে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীকে সার্বিক সহযোগিতা করার জন্য তিনি জনগণের প্রতি উদাত্ত আহবান জানান”
 
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জামালপুর জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী, জেলার ভারপ্রাপ্ত সেক্রেটার এডভোকেট আবদুল আওয়াল, দেওয়ানগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, ইসলামপুর উপজেলা আমীর খন্দকার মাওলানা লিয়াকত আলী, উপজেলা সেক্রেটারী আমজাদ হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সামাউন সরকার ও উপজেলা শিবির সভাপতি নজরুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সমাজকর্মীগণ।
 
পরে অতিথিবৃন্দ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সমবেত দুর্গত মানুষের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করেন।