১৩ ফেব্রুয়ারি ২০২২, রবিবার

নড়াইলের ১১০ বছর বয়সের বৃদ্ধা মহিলা অজিরন্নেসাকে বসবাসের জন্য বাড়ি নির্মাণ করে দিলেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

একটি জাতীয় দৈনিক পত্রিকায় নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর পরাণপুর গ্রামের মধুমতি নদীর ভাঙণের শিকার ১১০ বছর বয়সের সর্বস্বান্ত বৃদ্ধা অজিরন্নেসার অবর্ণনীয় দুঃখ-কষ্টের খবর প্রকাশিত হয়। প্রকাশিত খবরটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের দৃষ্টি গোচর হয় এবং তিনি খুবই মর্মাহত হন। আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান তৎক্ষণাৎ নড়াইল জেলা জামায়াতের আমীর জনাব আতাউর রহমান বাচ্চুর সাথে যোগাযোগ করে ভিটে-মাটি ও ঘর-বাড়ি হারা বৃদ্ধা অজিরন্নেসার খোঁজ-খবর নেন এবং তার জন্য একটি বাড়ি নির্মাণের নির্দেশ দেন।

আমীরে জামায়াতের সেই নির্দেশানুযায়ী ঐ বৃদ্ধা মহিলার জন্য ৪ শতাংশ জমি ক্রয় করে একটি সেমি পাকা টিন শেড বাড়ি নির্মাণ করা হয়। এতে একটি শয়ন কক্ষ, একটি রান্নার কক্ষ ও একটি টয়লেট রয়েছে।

নির্মাণকৃত বাড়িটি ১৩ ফেব্রুয়ারি দুপুরে আমীরে জামায়াতের প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন আমীরে জামায়াতের পক্ষ থেকে বৃদ্ধা মহিলাকে বুঝিয়ে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা আমীর জনাব আতাউর রহমান বাচ্চু, জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি জনাব বাদশা মিয়া, লোহাগাড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামান, লোহাগাড়া পৌর আমীর জনাব জামিরুল হক টুটুলসহ প্রমুখ।