গতকাল ৫ জানুয়ারী জাতীয় প্রেসক্লাব থেকে নারী অধিকার আন্দোলনের নেত্রী ভাষা সৈনিক অধ্যাপিকা চেমন আরাসহ ১৩জন পর্দানশীন ইসলামপন্থী মহিলাকে বিনা কারণে অন্যায়ভাবে আটক করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারী বেগম শামসুন্নাহার নিজামী আজ ০৬ জানুয়ারী-’১৩ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-
“গতকাল ৫ জানুয়ারী জাতীয় প্রেসক্লাব থেকে নারী অধিকার আন্দোলনের নেত্রী ভাষা সৈনিক অধ্যাপিকা চেমন আরাসহ ১৩জন পর্দানশীন ইসলামপন্থী মহিলাকে বিনা কারণে অন্যায়ভাবে আটক করার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গত ১৭ ডিসেম্বর সরকার অন্যায়ভাবে কারাবন্দী জনাব আব্দুল কাদের মোল্লার স্ত্রী সানোয়ারা জাহান ও ইসলামী ছাত্রীসংস্থার ২০ জন মেধাবী ছাত্রীকে গ্রেফতার করে অন্যায়ভাবে ২১ দিন যাবৎ কারাগারে আটকিয়ে রেখেছে। ৫৪ ধারায় দীর্ঘ দিন কাউকে আটক রাখার নজীর নেই। কারাগারে আটক ছাত্রীরা ছোট বেলা থেকেই বোরকা পড়ে অভ্যস্ত। অথচ কারাগারে তাদের বোরকা পড়তে দেয়া হচ্ছে না। সরকারের এ অন্যায়, অগণতান্ত্রিক ও মানবতাবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে প্রখ্যাত ভাষা সৈনিক অধ্যাপিকা চেমন আরার নেতৃত্বাধীন নারী অধিকার আন্দোলন জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে।
দেশের নারী সমাজের নেতৃস্থানীয় সম্মানিত মহিলাগণ এ সভায় যোগদান করেন। এটা তাদের সাংবিধানিক ও নাগরিক অধিকার। সরকার এ সমাবেশ থেকে ১৩ জনকে আটক করে। গভীর রাতে ৭ জনকে ছেড়ে দিয়ে ৬ জনকে ৫৪ ধারায় কারাগারে পাঠায়। ৫৪ ধারা একটি নিবর্তনমূলক আইন। এ আইনের অপপ্রয়োগ করা হচ্ছে নারীর উপর যা অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক।
বাংলাদেশ একটি মুসলিম দেশ। আমরা অত্যন্ত বিস্মিত যে, এ দেশের দীর্ঘ দিনের ইসলামী ঐতিহ্যে কলঙ্ক আরোপ করে সরকার নারীদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস পরিচালনা করছে।
ইতিহাস স্বাক্ষী কোন জালেম সরকার যখন নারীদের উপর অত্যচার নিপীড়ন চালিয়েছে তখন তাকে করুন পরিনতি বরণ করতে হয়েছে। এ সরকারকে একই পরিনতি বরণ করতে হবে।
আমি আশাকরি সরকার অবিলম্বে ১৭ ডিসেম্বর ও ৫ জানুয়ারী গ্রেফতারকৃত সকল ছাত্রী ও মহিলাদের মুক্তি দিয়ে শুভবুদ্ধির পরিচয় দিবে। আমি দেশের শান্তিকামী মানুষকে ও মানবাধিকার সংস্থাসমূহকে সরকারের এসব জুলুম নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।”