৭ মার্চ ২০১৭, মঙ্গলবার

আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার আহ্বান

বাস্তব জীবনের সকল ক্ষেত্রে ইসলামী আদর্শ অনুসরণের মধ্যেই নিহিত আছে নারী সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী বেগম নূরুন্নিসা সিদ্দীকা আজ ৭ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাস্তব জীবনের সকল ক্ষেত্রে ইসলামী আদর্শ অনুসরণের মধ্যেই নিহিত আছে নারী সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বেই এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। বর্তমানে দেশে, সমাজে ও পরিবারে ইসলাম প্রতিষ্ঠিত নেই বলেই নারী সমাজ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। রাষ্ট্রে, সমাজে ও পরিবারে ইসলামী আদর্শ অনুসরণ করা হলেই নারী সমাজ তাদের সকল অধিকার ফিরে পাবে। নারী সমাজ মায়ের জাতি। তাদের সম্মান করলে প্রকৃত পক্ষে মাকেই সম্মান করা হয়। তাই নারী সমাজকে সম্মান করা ও তাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা আমাদের সকলেরই কর্তব্য।

বাস্তব জীবনের সকল ক্ষেত্রে ইসলামী আদর্শ অনুসরণের অঙ্গীকারের মাধ্যমে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার জন্য আমি জামায়াতের সকল শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”