১ জানুয়ারি ২০১৭, রবিবার

পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড মহিলা বিভাগ

১। মহিলা বিভাগের কাজের উন্নতিকল্পে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দশ বা তদুর্ধ্ব সদস্য বিশিষ্ট পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ডে মহিলা মজলিসে শূরা গঠন করা যাইবে।
২। পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড মহিলা সদস্যদের (রুকনদের) ভোটে পৌরসভা/ ইউনিয়ন/ওয়ার্ড মহিলা মজলিসে শূরা এক বছরের জন্য নির্বাচিত হইবে।
৩। পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড আমীর পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ডের মজলিসে শূরার সাথে পরামর্শ করিয়া পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড মহিলা মজলিসে শূরার আসন সংখ্যা নির্ধারণ করিবেন।
৪। পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ডের মজলিসে শূরার সদস্য নন এমন কর্মপরিষদ সদস্যগণ পদাধিকার বলে সংশ্লিষ্ট শূরার সদস্য হইবেন।
৫। পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড আমীর মহিলা মজলিসে শূরার সহিত পরামর্শ করিয়া পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড মহিলা শূরার সদস্য মনোনীত করিতে পারিবেন যাহাদের সংখ্যা পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড মহিলা মজলিসে শূরার নির্বাচিত সদস্যগণের এক পঞ্চমাংশের অধিক হইবে না।
৬। পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড মহিলা মজলিসে শূরার সদস্যগণ পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড আমীর বা তাঁহার প্রতিনিধির সম্মুখে শপথ গ্রহণ করিবেন।
৭। পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড আমীর সংশ্লিষ্ট পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড মজলিসে শূরার সহিত পরামর্শ করিয়া পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড মহিলা বিভাগীয় সেক্রেটারী নিয়োগ করিবেন।
৮। পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড মহিলা বিভাগীয় সেক্রেটারী নিযুক্ত হইবার পর এই গঠনতন্ত্রের ৮ নং পরিশিষ্টে বর্ণিত প্রদত্ত শপথনামা অনুসারে পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড আমীর বা তাঁহার প্রতিনিধির সম্মুখে শপথ গ্রহণ করিবেন।
৯। মহিলা মজলিসে শূরার সাধারণ অধিবেশন বৎসরে অন্তত একটি হইতে হইবে। পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড আমীরের সম্মতিক্রমে সেক্রেটারী মহিলা বিভাগ এ অধিবেশন আহবান করিবেন।
১০। মহিলা মজলিসে শূরার সদস্য সংখ্যার এক তৃতীয়াংশের উপস্থিতিতে অধিবেশনের কোরাম হইবে।
১১। সেক্রেটারী মহিলা বিভাগ মহিলা মজলিসে শূরার অধিবেশনে সভানেত্রীত্ব করিবেন।
১২। মহিলা মজলিসে শূরার গৃহীত সিদ্ধান্ত ও সুপারিশ সমূহ পৌরসভা/ ইউনিয়ন/ওয়ার্ড আমীরকে অবহিত করিবেন।
১৩। মহিলা মজলিসে শূরার কোন আসন শূন্য হইলে এক মাসের মধ্যে উহা পূরণ করিবেন।
১৪। পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড মহিলা মজলিসে শূরার গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের জন্য পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড মহিলা মজলিসে শূরার প্রত্যেক নির্বাচনের পর মজলিসে শূরার সদস্যগণ পৌরসভা/ ইউনিয়ন/ ওয়ার্ড মহিলা কর্মপরিষদ নির্বাচন করিবেন।
১৫। মহিলা কর্মপরিষদ সদস্যগণ পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড আমীর বা তাঁর প্রতিনিধির সম্মুখে এ গঠনতন্ত্রের ৮নং পরিশিষ্টে বর্ণিত প্রদত্ত শপথনামা অনুসারে শপথ গ্রহণ করিবেন।
১৬। সেক্রেটারী মহিলা বিভাগ যখনই প্রয়োজনবোধ করিবেন পৌরসভা/ ইউনিয়ন/ওয়ার্ড মহিলা কর্মপরিষদের বৈঠক আহ্বান করিবেন। কর্মপরিষদের এক তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে বৈঠকের কোরাম হইবে।
১৭। সেক্রেটারী মহিলা বিভাগ পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড মহিলা কর্মপরিষদের বৈঠকে সভানেত্রীত্ব করিবেন।