২ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের নেতা সাইয়েদ আলী শাহ গিলানীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের মহান নেতা সাইয়েদ আলী শাহ গিলানীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ০২ সেপ্টেম্বর ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের মহান নেতা সাইয়েদ আলী শাহ গিলানী ০১ সেপ্টেম্বর নিজ বাসায় অবরুদ্ধ অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কাশ্মীরের মুসলিমদের সমস্যা সমাধানে ও ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আজীবন সংগ্রাম করেছেন এই মহান নেতা। শত অত্যাচার ও নির্যাতনেও তিনি আদর্শ থেকে ও আন্দোলন থেকে সরে আসেননি। হক্বের পক্ষে তাঁর আপোষহীন ভূমিকা হক্বপন্থীদেরকে যুগ যুগ ধরে উজ্জীবিত করবে, ইনশাআল্লাহ। তাঁর মৃত্যু কাশ্মীর তো বটেই, সারা পৃথিবীর ইসলামী আন্দোলনের জন্য বেদনাদায়ক। তাঁর ইন্তিকালে মুসলিম জাতি এক আপোষহীন যোদ্ধাকে হারাল। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর এ গোলামের সকল নেক খেদমত কবুল করুন। তাঁর গুনাহখাতাগুলো মেহেরবাণী করে মিটিয়ে দিন। পরবর্তী মঞ্জিলগুলো তাঁর জন্য শান্তি, রাহমাহ, মাগফিরাহ ও বারাকার চাদরে ঢেকে দিন। আবরার বান্দাদের মধ্যে কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউস ও আলা দারাজাহ দান করুন। তাঁর শোকাহত স্বজনদের এবং সহকর্মীদেরকে আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলা সবরে জামিল দান করুন। আমীন।