১৬ অক্টোবর ২০২১, শনিবার

জামিলা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মহিলা সদস্য (রুকন) জামিলা বেগম বার্ধক্যজনিত কারণে ১৬ অক্টোবর ভোরে ৭০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি অসুস্থ শয্যাশায়ী স্বামী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৬ অক্টোবর সকাল ৮টায় দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাযা অনুষ্ঠানে জামিলা বেগমের জীবন ও কর্মের উপর আলোচনা করেন জামালপুর জেলা শাখা জামায়াতের আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী ও মরহুমার ছোট ভাই হাতিভাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর ডা. আবুল খায়ের আজাদ। জানাযায় ইমামতি করেন জামিলা বেগম (রাহিমাহুল্লাহ) এর পুত্র দেওয়ানগঞ্জ উপজেলা শাখা জামায়াতের সেক্রেটারি কাজী আতিকুর রহমান। এ ছাড়া দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান তালুকদারসহ জামায়াতের নেতাকর্মী ও বিপুল সংখ্যক স্থানীয় মুসল্লী জানাযায় উপস্থিত ছিলেন।

শোকবাণী

জামিলা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৬ অক্টোবর ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জামিলা বেগমের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ বোনকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং মহিলাদের মাঝে ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তাঁর অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজন, সহকর্মীদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।

দেওয়ানগঞ্জ উপজেলার প্রবীণ মহিলা মুবাল্লিগ ও দাঈ জামিলা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে জামালপুর জেলা শাখা জামায়াতের আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী ও জেলা সেক্রেটারী কবীর আহমদ হুমায়ুন এক যুক্ত বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তাঁরা বলেন, জামিলা বেগম দেওয়ানগঞ্জের গ্রাম এলাকায় মহিলাদের মাঝে ইসলামের দাওয়াত প্রচার, কুরআনের শিক্ষার প্রসার ও মহিলাদেরকে ইসলামী আন্দোলনে সংগঠিত করার কাজে অনবদ্য ভূমিকা পালন করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন।

আল্লাহ তার সব নেক আমল ও মেহনত কবুল করে তাঁর জীবনের ভুল-ত্রুটিসমূহ মাফ করে তাঁকে আখেরাতে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। তাঁর পরিবারের সদস্যসহ গুণগ্রাহীদেরকে সবর করার তাওফিক দিন এবং মহিলা অঙ্গণে তাঁর শূন্যতা পূরণে সাহায্য দান করুন।